ভারতে কমছে ডাটা খরচ; বাড়ছে স্মার্টফোনের ব্যবহার
আপডেট: ২০১৬-০৯-০৭ ১৮:৫০:১০
গ্রাহকদের মাত্র ১৪৯ রুপি (৩ ডলার) বা প্রায় ১৭৬ টাকায় সারা মাসের ফ্রি ডাটা, ভয়েস কল এবং মেসেজ সুবিধা দিচ্ছে ভারতের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রিলায়েন্স জিও। চতুর্থ প্রজন্মের (ফোরজি) সুবিধা সংবলিত এ সংযোগ আগামী ৩১ ডিসেম্বর চালু হবে। এ প্ল্যানে ফোরজি ইন্টারনেট সুবিধা থাকায় স্মার্টফোনের বাজারে গতি আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানের বাজারের এক পঞ্চমাংশ খরচে এই সেবা ঘোষণার পর চাপে পড়েছে দেশটির অন্যান্য মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নেট প্ল্যান দেওয়ার চিন্তা করছে তারা।
রিলায়েন্স জিও সূত্রে জানা যায়, গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা হিসেবে এ কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নেট প্ল্যান ঘোষণার পরই রিলায়েন্স সংযোগের জন্য ক্রেতাদের ভিড় বেড়েছে।
ভারতের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স জিও মোট ১২টি সেবা চালু করতে যাচ্ছে। সেবাগুলো পেতে সর্বনিম্ন ১৪৯ রুপি থেকে সর্বোচ্চ ২ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩ হাজার ৬০০ টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের।
অরুন সাথিয়া নামের ইঞ্জিনিরিয়ারিংয়ের এক শিক্ষার্থীর বরাত দিয়ে দ্য স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র ২ সপ্তাহ আগে নতুন রিলায়েন্স সংযোগ পেয়েছি। এ সংযোগরে মাধ্যমে প্রায় বিনামূল্যে কথা বলতে পারবো। ট্যারিফ প্ল্যান কার্যকর হলে এখন ব্যবহার করছি, এমন সংযোগ বন্ধ করতেও আমার কোনো আপত্তি নেই।
বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্সের নতুন ঘোষণার ফলে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও গ্রাহকদের জন্য নতুন সুবিধা দিতে বাধ্য হবে। আর চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সুবিধা দেওয়ায় দেশজুড়ে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়বে।
ভারতের একটি বিনিয়োগকারী ব্যাংক কজেন্সিস অ্যাডভাইজরের ব্যবস্থাপনা পরিচালক ঋষি সাহাই জানান, রিলায়েন্সের এই সিদ্ধান্তের ফলে অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। তারা কলরেট কমাতে বাধ্য হবে। একইসঙ্গে ইন্টারনেট ব্যবহারের খরচ কমে যাওয়ায় অনেক বেশি মানুষ ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হবে।
ভারতে এখন ১২টি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রয়েছে। ১২৫ কোটি জনসংখ্যার ওই দেশের সব মোবাইল ফোন অপারেটরই সফলভাবে ব্যবসা করছে। উন্নত সেবা, কম কলরেট ও মোবাইল ফোন সহজলভ্য হওয়ায় ভারতের ১০০ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে প্রায় ২২ কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন; ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে যা বিশ্বে দ্বিতীয়। স্মার্টফোন ব্যবহারের দিক থেকে শীর্ষে আছে চীন।
রিলায়েন্স জিও এর এই ঘোষণার পরই ভারতের অন্যান্য মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো নতুন প্রতিযোগিতায় নেমেছে। গ্রাহক ধরে রাখতে নতুন অফার দিচ্ছে তারা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে পোস্টপেইড গ্রাহকদের জন্য নতুন ব্রডব্যান্ড প্ল্যান বাজারে ছাড়ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)।
মাত্র ১২ রুপির বিনিময়ে ৫০ এমবির নতুন প্ল্যান ঘোষণা করেছে ভারতের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি ভোডাফোন। এছাড়া ৪৪৯ রুপির বিনিময়ে ৩ জিবির প্ল্যান দিচ্ছে কোম্পানিটি।
মোবাইল কোম্পানিগুলোর মধ্যে এমন প্রতিযোগিতাকে ফোরজি ইন্টারনেট ও স্মার্টফোনের বাজারে মোড় ঘুরিয়ে দেওয়া খেলা বলে দাবি করেছেন ভারতীয় সেল্যুলার এসোসিয়েশনের সভাপতি পংকজ মাহিন্দ্র।
সানবিডি/ঢাকা/এসএস