তবে বিমান হামলার বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। এছাড়া প্রকাশ করা হয়নি নিহত জঙ্গিদের পরিচয়ও। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আল-কায়েদা সংগঠন বেশ কিছু এলাকা দখলে নেয়।
যুক্তরাষ্ট্র বলছে, ঐ অঞ্চলের জন্য এখনও হুমকি হয়ে রয়েছে জঙ্গি সংগঠনটি। যা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকিস্বরূপ। বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনকে জঙ্গিমুক্ত করতে এবং তাদের যোগাযোগ নস্যাৎ করতে আল-কায়েদার উপর হামলা চালানো হচ্ছে। এটি করা হচ্ছে মার্কিন নাগরিক ও তাদের মিত্রপক্ষের হেফাজতের জন্যই।
জাতিসংঘ বলছে, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এ পর্যন্ত ৬ হাজার ৬শ’ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন আরো অন্তত ২৫ লাখ মানুষ।
সানবিডি/ঢাকা/এসএস