পাঁচ বছর ধরে প্রেম করছেন নুসরাত
প্রকাশ: ২০১৬-০৯-১০ ১২:০৪:০৮
টলিউডে এখন প্রেমের সম্পর্কের ভাঙনের মৌসুম বললেও ভুল হবে না। কিন্তু টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নিজের প্রেমের সম্পর্ককে যত্নেই আগলে রেখেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
তবে কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এখন থাক। ও লো প্রোফাইলের জীবন ভালোবাসে। আজকে আমি বড় গলায় কমিটেড থাকার কথা বলছি। কারণ আমি একদম সাধারণ মানুষ। নায়িকা নই। সিনেমা করি বলে শুধু মিনারেল ওয়াটার খাব, বাড়িতে ঘড়ার জল খাব না, সেই শিক্ষা আমি পাইনি। প্রথমে আমি মানুষ। চিরকাল সেভাবেই থাকব।’
কিছুদিন আগে সম্পর্কের ইতি টেনেছেন টলিউডের জনপ্রিয় আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন তিনি। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে অনেক জুটির কপালেই ভাবনার ভাঁজ পড়েছিল।