টঙ্গীতে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

প্রকাশ: ২০১৬-০৯-১০ ১৫:১১:৩০


khaleda20160421151717গাজীপুরের টঙ্গীতে ‘ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং’-এর বয়লার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বয়লার বিস্ফোরণে বহু শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পূর্বে এ ধরনের মর্মান্তিক ঘটনায় বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু-সুস্থতা কামনা এবং তাদের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানান।

ফয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে কমপক্ষে ২১ জন নিহত হয়। আহত হয়েছে বহু মানুষ। আগুনে ভবনের বেশির ভাগ অংশ ধসে গেছে।

সানবিডি/ঢাকা/এসএস