ট্যাম্পাকো থেকে আরো ২ মৃতদেহ উদ্ধার
আপডেট: ২০১৬-০৯-১২ ১১:৫০:১৫
টঙ্গীর বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার সকাল ৭টার দিকে ভবনের তৃতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।
ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. মাসুদুর রহমান আকন্দ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার উদ্ধার অভিযান শুরুর পর কারখানার সামনে ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস