মডেলিং থেকে বাদ পড়েছিলেন সানি লিওন!
প্রকাশ: ২০১৬-০৯-১২ ১২:৫৪:০২
এ বছর প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ব়্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন সানি লিওন। অথচ তাকেই কী না এক সময় ’মোটা ও বেঁটে’ হওয়ার কারণে মডেলিং থেকে বাদ পড়তে হয়েছে। মডেল হওয়ার জন্য সানি লিওনকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে এ তথ্য যেন সেটারই জানান দেয়। সম্প্রতি সানি নিজেই এ তথ্য জানিয়েছেন।
যত সমালোচনার ঝড়ই বয়ে যাক না কেন, বলিউডের ইতিহাসে কিন্তু নিজের নামটি ইতিমধ্যে লিখিয়ে ফেলেছেন সানি লিওন। বলিউডের নায়িকা হিসেবে তিনিই প্রথম হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন শো-তে।
অর্চনা কোচরের ডিজাইন করা গাউনে শো-স্টপার হিসেবে মার্জার সরণি মাতান সানি। আর এই সাফল্যের দিনেও নিজের পুরনো দিনের কথাও ভোলেননি। একদিন তিনি যে মডেল হতে পারেননি, ‘মোটা-বেঁটে’ অজুহাতে ফিরিয়ে দেয়া হয়েছিল তাকে, স্বপ্নপূরণের দিনে সে কথাও মনে করলেন। সূত্র : সংবাদ প্রতিদিন