দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপিত

প্রকাশ: ২০১৬-০৯-১২ ১৩:০৬:০৮


gouripur-eid_jamat__1473660201সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে আজ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে সোমবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ঈদের জামায়াতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শম্ভুগঞ্জ, ফুলপুর থেকে দরবার শরীফের অনুসারীরা অংশ নেন।

এতে মাওলানা মোঃ জয়নাল আবেদিন নামাজের ইমামতি করেন। পরে  পরে তারা কোরবানি করেন।

একদিন আগে ঈদের নামাজ আদায় ও ঈদ উদযাপন প্রসঙ্গে দরবার শরীফের গদীনশীল শাহ নুরে পারভেজ সাংবাদিকদের জানান, একদিন আগে নয় প্রকৃত দিনেই উদযাপন হচ্ছে। চাঁদের হিসাব অনুযায়ী এটাই প্রকৃত সময়। এছাড়াও সুরেশ্বর দরবারসহ সারাদেশে সুরেশ্বরের মুরিদানগণ ঈদের নামাজ আদায় ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ঈদের জামায়াতে মহিলাদের নামাজ পড়ার পৃথক ব্যবস্থাও করেন।

শেরপুর প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ সোমবার শেরপুরের ৫টি গ্রামে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে- শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া ও চরখারচর উত্তর পাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও গোবিন্দনগর এবং ঝিনাইগাতী উপজেলার রনগাঁও চতল গ্রাম।
দীর্ঘদিন ধরে এই পাঁচ গ্রামের কিছু মুসলমান মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র মাহে রমজানে রোজা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টার মধ্যে এসব স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের কয়েকটি উপজেলার বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন পালিত হচ্ছে। সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করছেন।

এছাড়া বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামের কিছু মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রামগঞ্জ উপজেলার নুরানী মাদ্রাসা মাঠে সবচেয়ে বড় ঈদের জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ।

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জে চান্দ্রা গ্রামের মরহুম পীর কেবলা মাওলানা ইছহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। বর্তমানে তার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে আসছে।