মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু
আপডেট: ২০১৬-০৯-১৭ ১২:১৩:৪৪
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু (৩৪) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন । শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোনে সন্ত্রাসীদের গুলিতে রিজভী হাসান বাবু ও এহসানুল হক ইমন (৩২) আহত হন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল কুণ্ডু বলেন, হতাহতরা ঘটনার সময় ক্লাব ঘরে বসে ছিলেন। একদল সন্ত্রাসী এসে তাদের গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, রিজভী হাসানের মুখে গুলি লেগেছিল। ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রিজভীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপরিদর্শক সেন্টু মিয়া।
সানবিডি/ঢাকা/এসএস