২০১৮ সালে আসছে কৃষ-৪
প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১১:৫৬:২৮
বলিউডের অনেক ছবিই কয়েক কিস্তিতে নির্মিত হয়েছে। প্রায় সব কিস্তিই জনপ্রিয়তা পেয়েছে। যেমনটা হৃতিক রোশনের কৃষ ছবিটি। আবারো পর্দায় দেখা যাবে ‘কৃষ’-কে। প্রযোজক রাকেশ রোশনের দেয়া এমন খবরটি জেনে গেছে গোটা বলিউডের ফিল্ম পাগল দর্শকরা।
বলিউডের সফল নির্মাতা রাকেশ জানালেন নতুন এক খবর। তিনি জানান, `কৃষ-৪` তৈরি করার জন্য প্রয়োজনীয় প্লট তার মাথায় রয়েছে। এবার তাকে গল্পের রূপ দিতে হবে। তার আশা, ছবির শুটিং আগামী বছর শুরু হবে এবং তা মুক্তি পাবে ২০১৮ সালের ক্রিসমাসের সময়ে।
এরপরই হৃত্বিক রোশন টুইটারে সেই কৃষ-রূপী গণেশের ছবি পোস্ট করে লেখেন, কৃষ–৪ এর ওপর গণপতির আশীর্বাদ। আশা করি সকলেই এই উৎসব উদযাপন করছেন, সকলকে ভালোবাসা।