সপ্তাহজুড়ে ৪ কোম্পানির এজিএম

প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১৫:০৩:২৪


AGMচলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম, জেমিনি সি ফুড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সান লাইফ ইন্স্যুরেন্স

সান লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বিডি থাই অ্যালুমিনিয়াম

বিডি থাইয়ের এজিএম আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

জেমিনি সি ফুড

জেমিনি সি ফুডের এজিএম আগামী ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় সেলিব্রিটি কনভেনশন সেন্টার, সাতমসজিদ রোড, ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

পিপলস লিজিং

এই কোম্পানির এজিএম আগামী ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

সানবিডি/ঢাকা/এসএস