ব্রাজিল দলে ফিরলেন সিলভা
প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১৬:৩০:৫৭
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচ বলিভিয়া ও ভেনেজুয়েলার জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ তিতে। এক বছর পর দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।
বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর ২০১৫ কোপা আমেরিকাতেও প্যারাগুয়ের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর তখনকার কোচ কার্লোস দুঙ্গা সিলভাকে দল থেকেই ছেঁটে ফেলেন। কিন্তু নতুন কোচ তিতে আবারো দলে নিলেন এ সময়ের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে।
এদিকে তিতের অধীনে বাছাই পর্বের টানা দুই জয়ে এখন পয়েন্ট টেবিলের দুইয়ে ব্রাজিল। শীর্ষে থাকা উরুগুয়ের সঙ্গে ব্যবধানও মাত্র এক পয়েন্টের। আগামী ৭ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ, তিন দিন পর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।
গোলরক্ষক: অ্যালিসন, মুরালহা, ওয়েভারটন
ডিফেন্ডার: দানি আলভেস, মিরান্ডা, মারকুইনহস, থিয়াগো সিলভা, জিল, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপে লুইস
মিডফিল্ডার: কাসেমিরো, রেনাতো অগুস্তো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নানদিনহো, লুকাস লিমা, গুইলিয়ানো, ফিলিপে কুতিনহো
ফরোয়ার্ড: নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনহো, গ্যাব্রিয়েল জেসুস