‘প্রিয়াঙ্কা ও দিপীকার চাইতে অভিনয়ে ভালো সানি’

আপডেট: ২০১৬-০৯-১৮ ১৮:৪২:৪৯


sunnyবেইমান লাভ’ ছবিটির পরিচালক রাজীব চৌধুরী জানিয়েছেন মূলধারার নায়িকা হওয়ার জন্য সানি লিয়নের যথেষ্ট প্রতিভা রয়েছে।

এই সময়কার বলিউডের প্রতিশ্রুতিশীল নায়িকাদের মধ্যে বর্তমানে সানি লিয়ন শীর্ষ পর্যায়ের একজন জানিয়ে তিনি বলেন “কেনো না সানি লিয়ন ? আমি মনে করি মূলধারার নায়িকা হওয়ার জন্য সব ধরণের যোগ্যতাই তার রয়েছে । তার চেহারায় একটা ভারতীয় ছাপ রয়েছে। আমি তার জিসম ২ ও রাগিনী এমএমএস দেখেছি।  অন্তত সে যা করতে চেয়েছে তা ভালোভাবেই করছে দেখে আমি খুবই সন্তষ্ট”।

বলিউডে বর্তমান সময়ে দাপটে থাকা অন্যান্যদের সাথে তুলনা করে তিনি বলেন “সে দীপিকা পাড়ুকোন এমনকি প্রিয়াঙ্কা চোপরার চেয়েও ভালো অভিনয় করছে। সে নিজেই নিজের বিচার করতে যাচ্ছেন কয়দিন পর এটা আপনার আ নিজের চোখেই দেখতে পারবেন”।

 সানবিডি/ঢাকা/এসএস