‘সাইবার ক্রাইম বড় হুমকি’

প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১৯:০৫:৪৯


Inuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে সাইবার এর জগতটা সবচেয়ে বেশি প্রসারিত। আর সেই জগতে সব চেয়ে বড় হুমকি সাইবার ক্রাইম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা কমিটির বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তথ্যমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে সাইবার জগত সম্পর্ক একটা প্রদর্শনী রাখার প্রস্তাব করে বলেন, সাইবার ক্রাইম কি ধরণের? এই লুটপাটটা কি রকম হচ্ছে? একই সঙ্গে সাইবার ক্রাইম মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে? এর বিস্তারিত একটি প্রদর্শনী সম্মেলনে থাকা উচিত। সেখানে কোন জিনিস অপরাধ? কোনটির সঙ্গে মানবাধিকারের অসুবিধে নেই, কোনটি করলে গণতন্ত্রের কোন অসুবিধে নেই? সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরার প্রস্তাব করেন তথ্যমন্ত্রী।

ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে কলেজ, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসানুল হক ইনু।

তিনি বলেন, প্রতি বছর ১০ হাজারের মত গ্রাজুয়েট বের হচ্ছে। এদের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন করা যায় সেগুলো ভেবে দেখতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশে যা যা করতে চাচ্ছি, তা তাদের অবহিত করা উচিত।

মন্ত্রী বলেন, এদের জানানো দরকার ই-গভর্নেন্স সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুক অগ্রসর হয়েছি, কতটুক সামনে করবো। একইভাবে ই-কমার্স বাণিজ্যে লেন-দেন কতটুক হচ্ছে। আগামীতে কি করা হবে এসব বিষয় শিক্ষার্থীদের কাছে তথ্য আকারে পৌঁছানো দরকার। শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে ‍ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে কার্যকর সহযোগিতা পাওয়া যাবে।

ইনু বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে সকল মন্ত্রণালয়ের উচিত তাদের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা। এর একটা ফর্দ যেন সেখানে থাকে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার প্রমুখ।

বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতেই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।