নিজেকে তারকা মনে করেন না রাধিকা আপ্তে

আপডেট: ২০১৬-০৯-২০ ১৮:২৪:১০


radhikaনিজেকে এখনো তারকা মনে করেন না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি মনে করেন তাকে এখনো অনেকটা পথ যেকে হবে।
আইএএনএসকে রাধিকা আপ্তে বলেছেন, আমি নিজেকে এখনো তারকা মনে করি না। এই পথচলা কঠিন, কিন্তু এটা পূর্ণ করতে হবে। আমি মনে করি, আমার পথচলা কেবল শুরু হয়েছে, আরো অনেকটা পথ যেতে হবে।
রাধিকা আপ্তেকে পরবর্তীতে লীনা যাদবের পরিচালনায় ‘পার্চড’ ছবিতে দেখা যাবে। আগামী ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। খবর: বোম্বে টাইমস।