নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঘরে, স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট: ২০১৬-০৯-২১ ১১:২৪:০১


keya-busরাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বহরমপুর রেলক্রসিং এলাকার বশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, রাত ২টার দিকে একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বহরমপুর রেলক্রসিং এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বশির ও তার স্ত্রী নিহত হন।