রাবি ছাত্রদলের ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশ: ২০১৬-০৯-২১ ১০:২৬:৫৫


chatrodolদীর্ঘ ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ইমতিয়াজ আহমেদকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৪৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান নতুন কমিটি অনুমোদন দেন।
কমিটির ব্যাপারে জানতে চাইলে বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘এই পূণাঙ্গ কমিটি বিশ^বিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে সরব থাকবে। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে সরকার পতনের আন্দোলন তরান্বিত করবে।’

অনুমোদিত ১৪৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ৪০ জনকে সহ-সভাপতি, ২০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সহ যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক ১১ জন, ২৯ জনকে কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে এবং ৩৩ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে গত ২০১৪ সালের ২৪ জুলাই তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুঁয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ছয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ইমতিয়াজ আহমেদকে সভাপতি করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি করা।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস