পাকিস্তানে সার্ক সম্মেলন বয়কটে আফগানিস্তানের আহ্বান

প্রকাশ: ২০১৬-০৯-২১ ১৫:৪৩:৩৭


afganভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কটের আহ্বান জানিয়েছেন।

প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার বিষয়ে পাকিস্তানের ভূমিকার বিরোধিতা করে এ আহ্বান জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত শাইদা মোহাম্মদ আবদালি।

ভারত-শাসিত কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলার পর পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় একঘরে করার ঘোষণা দিয়েছে ভারত। প্রথমেই আফগানিস্তানের সমর্থন পেল ভারত। এ পদক্ষেপ আরো জোরাল করতে চায় ভারত সরকার।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদালি বলেন, পাকিস্তানের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদ বিষের মতো এবং প্রকারান্তে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট। তাদের সহিংসতা বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোকে একত্র হতে হবে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক হয়ে সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করলে সন্ত্রাস নির্মূলে কার্যকরী কিছু হবে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, অধিকাংশ দেশ আমাদের সঙ্গে আছে। আমার বিশ্বাস, আফগানিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো সন্ত্রাস নির্মূলে একইভাবে ভাবছে।