বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবি

প্রকাশ: ২০১৬-০৯-২১ ১৫:৫৫:১৭


sandha-nodiবরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ (এমএল ঐশী) ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২৫ জন।তবে  প্রত্যক্ষদর্শীরা ৫০ যাত্রী নিখোঁজের কথা জানিয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান লঞ্চ ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, পুলিশ সুপার আখতারুজ্জামান জানিয়েছেন, অন্যরা উদ্ধার হলেও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস