শাহবাগ ও রাজু ভাস্কর্য ঘিরে এখনো চলছে বিক্ষোভ

আপডেট: ২০২৪-০৮-০৩ ২১:১৯:৪২


কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণার পর রাজধানীর শাহবাগ ও রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

এরআগে, বিক্ষোভকারীদের একটি অংশ শহীদ মিনার থেকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকেন। মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে বিক্ষোভকারীদের কেউ কেউ সেখানে থাকা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করেন।

এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের একাংশ শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে হামলা ও আক্রমণ ঠেকানোর চেষ্টা চালান।

পরে শাহবাগ মোড়ের সড়কে গিয়ে অবস্থান নেন বিপুলসংখ্যক আন্দোলনকারী। রাত সাড়ে ৮টায় প্রতিবেদন লেখার সময়ও শাহবাগে বিক্ষোভ চলছিল। পাশাপাশি রাজু ভাস্কর্যেও বিক্ষোভ চলছে।

এরআগে, এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়া ২৪ ঘণ্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়ার আহ্বান জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।

এএ