লেনদেনের শীর্ষে ইউনিলিভার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৮-০৪ ১৬:০১:২১
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৮ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকার।
৬ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এক্সপ্রেস ইন্সুরেন্স, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, বেক্সিমকো, মিডল্যান্ড ব্যাংক এবং শামপুর সুগার মিলস লিমিটেড লিমিটেড।
এসকেএস