বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০৫ ১৫:১৯:২০
সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকেই রয়েছেন।
বৈঠক শেষে বিকেল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান।
এর আগে, আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের ভাষণের আগ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়।
শনিবার (৩ আগস্ট) সেনাপ্রধান বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
এম জি