দর পতনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৭ ১৫:৩৩:৪৩
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ১১ হাজার ৫৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী পেপারের কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬২ বারে ৯০ হাজার ৫৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৫ বারে ৩ লাখ ২২ হাজার ৭২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কোহিনুর কেমিক্যালের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৭ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৯৭ শতাংশ, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ২.৯৭ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপির ২.৯৭ শতাংশ দর কমেছে।
এসকেএস