কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করলো স্টুডেন্টস ফোরাম
প্রকাশ: ২০১৬-০৯-২৪ ১০:৪৪:৩৮
২০১৬ সালে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার প্রদান করেছে হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরাম। সম্প্রতি (১৬ সেপ্টেম্বর ২০১৬) বরিশাল জেলার হিজলা উপজেলার ৫নং হিজলা-গৌরবদী ইউনিয়নের শাওড়া সৈয়দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন- “বর্তমানে ইউনিয়নে শিক্ষার যে হার তা দশ বছর আগে চিন্তাও করা যেত না। সমসাময়িক সময়ে শিক্ষার্থীদের এমন সফলতায় আমি, আমরা এবং ইউনিয়নবাসী গর্বিত।”
উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরো বলেন – “ইউনিয়নের শিক্ষার বিস্তারে যাবতীয় সহয়তা প্রধানে আমি প্রস্তুত।” শুভেচ্ছা বক্তব্যকালে হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরামের স্থায়ী কমিটির সভাপতি তাইফুল ইসলাম হারুন ইউনিয়ন কোঠায় চাকরীর ক্ষেত্রে ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের সনদ না দেয়ার দাবি জানান। বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিনিদিসহ সকলকে সোচ্চার থাকার আহবান করেন।
সভাপতির বক্তৃতায় রাশেদুল ইসলাম শিক্ষার ব্যপারে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ দিয়ে বলেন – “প্রত্যন্ত চর থেকে উঠে গিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। বর্তমানে যারা মাধ্যমিক- উচ্চমাধ্যমিক অধ্যয়নরত তারা চাইলে দেশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। ” এসময় তিনি ইউনিয়নের শিক্ষার বিস্তারে একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানান।
হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মাসুম আলম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন- “হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরামে”র স্থায়ী কমিটির সিনিয়র সভাপতি সফিকুল ইসলাম সবুজ, যুগ্ম সাঃ সম্পাদক বারেক খান, সাংগঠনিক সম্পাদক নোমানুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাঃ সম্পাদক মোক্তার হোসেন, অর্থ সম্পাদক সুলাইমান মোল্লা, প্রচার সম্পাদক সুজন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান সরদার ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী। হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরেমের কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনা শেষে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
উল্লেখ্য, ‘শিক্ষা মোদের মাথার ছাতি, গড়বো মোরা দেশ ও জাতি’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার নদী বেষ্টিত হিজলা উপজেলার চরপ্রধান ইউনিয়ন ৫ নং হিজলা গৌরবদীতে প্রতিষ্ঠিত হয়েছে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন “হিজলা গৌরবদী স্টুডেন্টস ফোরাম”। শিক্ষার প্রসারের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া এ ছাত্র সংগঠনটি।
সানবিডি/ঢাকা/আরআই/এসএস