দর বৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৮ ১৫:৩৮:৪৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩২ বারে ৩ লাখ ৭১ হাজার ১৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২১৪ বারে ১২ লাখ ৫৮ হাজার ৯৭৬ টি  ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫৯ বারে ৮১ লাখ ৫৫ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইসলামীক ফাইন্যান্সের ১০ শতাংশ, যমুনা ব্যাংকের ১০ শতাংশ, তিতাস গ্যাসের ১০ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯.৯৭ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস