‘নূর চৌধুরীকে বহিষ্কারের খবর সঠিক নয়’
আপডেট: ২০১৬-০৯-২৬ ১২:১১:০১
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কানাডার আদালত নূর চৌধুরীর অভিবাসনের মেয়াদ বাড়ায়নি ও তাকে বহিষ্কার করা হয়েছে দাবি করে যেসব খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এ রকম কিছু ঘটেনি।’ শনিবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে গেলে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফের আলোচনা হয়।’
তিনি আরো বলেন, ‘কানাডায় সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। তাই নূর চৌধুরীকে আইন অনুযায়ী কীভাবে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যায়, তা তারা খতিয়ে দেখছে।’
উল্লেখ্য, প্রাক্তন সেনা কর্মকর্তা নূর চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে অন্যতম।