ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন সাউথইস্ট ব্যাংকের
প্রকাশ: ২০১৬-০৯-২৪ ১৭:১৪:১০
ব্লক মার্কেটে শনিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। আজ ব্যাংকটি ৩ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শনিবার ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৬ লাখ ২৬ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।
মতিন স্পিনিং ১ লাখ ২৮ হাজার ৪৮টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫১ লাখ টাকা।
এমারেল্ড অয়েল ১ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪০ লাখ টাকা। এছাড়া অ্যাপেক্স ট্যানারি ৮ হাজার ৫০০ শেয়ার লেনদেন করেছে।