প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন ড. ইউনূস
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-০৮ ২২:০২:১৩
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য ১৬ উপদেষ্টার ১৩ উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা শপথ নেননি।
তারা হলেন- বিধান রঞ্জন রায় (চিকিৎসক), ফারুক-ই-আজম (বীর প্রতীক) ও সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে একে একে অন্য উপদেষ্টারা শপথ নেন।
বিএইচ