পাক ধারাবাহিক সম্প্রচার বন্ধের কথা ভাবছে ‘জি নেটওয়ার্ক’
প্রকাশ: ২০১৬-০৯-২৬ ১৫:৫৩:৪৭
পাকিস্তান, মিশর, তুরস্কের মতো ভিনদেশের ধারাবাহিককে এদেশে জনপ্রিয় করেছে ‘জি নেটওয়ার্ক’-এর ‘জিন্দগি টিভি’-ই! চ্যানেলটির কল্যাণেই ভারতীয় দর্শকের ঘরে ঘরে সম্প্রচারিত এবং জনপ্রিয় হয়েছে ‘জিন্দগি গুলজার হ্যায়’ এবং ‘হামসফর’-এর মতো পাক ধারাবাহিক। এমনকী, ‘হামসফর’ ধারাবাহিকের জনপ্রিয়তাই বলিউডে প্রতিষ্ঠিত করেছে ফওয়াদ খান, মাহিরা খানের মতো পাক শিল্পীদের! কিন্তু, এবার বোধহয় ধারাবাহিক সম্প্রচারের সেই ভারত-পাক মৈত্রীও শেষের মুখে এসে দাঁড়াল!
দিন দুই আগেই হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা- এদেশে বসবাসকারী পাক শিল্পীদের অবিলম্বে পাততাড়ি গোটাতে হবে। তার জন্য তাঁদের মেয়াদ দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টার! সেই ঘোষণার পরেই জানালেন ‘জি নেটওয়ার্ক’-এর সর্বেসর্বা সুভাষ চন্দ্র, তাঁরা ‘জিন্দগি টিভি’তে পাক ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। উরি হামলায় ভারতকেই দোষী সাব্যস্ত করা নিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে টুইট করে এ কথা জানিয়েছেন সুভাষ চন্দ্র।