পুঁজিবাজারে মূল্য সংশোধন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১২ ১৫:১৩:১৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৪০৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ৩৩৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩ টির।
ডিএসইতে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৬৭ কোটি ৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫৭ পয়েন্টে।
সিএসইতে ২৬৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮ টির দর বেড়েছে, কমেছে ১৮৬ টির এবং ১৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস