বাকি জঙ্গিদের লাশও আঞ্জুমানকে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৯-২৬ ১৭:৪৭:৫৮


asaduzzaman-khan-kamalএকটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার পর গুলশান হামলার জঙ্গিদের মতো বাকি জঙ্গিদের লাশও দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

গত ২২ সেপ্টেম্বর আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয় গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গিসহ ছয় জনের লাশ। এর আগে দুই মাস ২২ দিন লাশগুলোকে রাখা হয়ে ছিলো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মৃতদেহগুলোকে দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বারবার তাগাদা দিচ্ছিলো। আমরা অপেক্ষা করেছি, কিন্তু কোনো স্বজন আসেননি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এক জঙ্গির বাবা ঘৃণা-ক্ষোভ-দুঃখ নিয়ে বলছিলেন, ছেলের লাশ তিনি গ্রহণ করবেন না।’