প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হচ্ছেন শফিকুল আলম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৮-১২ ২৩:৫৯:২০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর প্রেস সেক্রেটারি হচ্ছেন এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) ব্যুরো প্রধান এম শফিকুল আলম।
জানা গেছে, শফিকুল আলম গত ২০ বছর যাবত এএফপিতে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় এক যুগের বেশি সময় ধরে পৃথিবীর প্রাচীনতম বার্তা সংস্থা এএফপি এর বাংলাদেশের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক অবজারভার পত্রিকায় ক্রিড়া সাংবাদিক হিসেবে কর্ম জীবন শুরু করেন। এর পর কাজ করেছেন দেশের অন্যতম ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে। এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
শফিকুল আলম অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ২০২০-২১ মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।