যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৩ ০৮:২৭:২০


অবশেষে ঘুরতে শুরু করেছে ট্রেনের চাকা। গতকাল সোমবার দেশের বিভিন্ন গন্তব্য থেকে মালবাহী ট্রেন চলাচল শুরুর মাধ্যমে দেশে ২৮ দিন পর ট্রেন চলাচল শুরু হলো। এর আগে গত ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনের জেরে সহিংসতা ও অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আজ মঙ্গলবার থেকে স্বল্প দূরত্বের লোকাল ও কমিউটার ট্রেন এবং আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল বিকাল ৫টা থেকেই অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু করছে রেলওয়ে।

রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম জানান, গতকাল চট্টগ্রাম থেকে তিনটা মালবাহী ও তিনটা তেলবাহী ট্রেন ছেড়ে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে। আজ মঙ্গলবার স্বল্প দূরত্বের কমিউটার, মেইল ও এক্সপ্রেস ট্রেন চালানো হবে। আর ১৫ আগস্ট থেকে চলবে সব আন্তঃনগর ট্রেন। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে রাজশাহী থেকেও খুলনা ও ঢাকায় মালবাহী ট্রেন চলাচল করেছে বলে জানিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। ঢাকা (কমলাপুর) স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী ট্রেন চলাচল না করায় কমলাপুরসহ দেশের কোন স্টেশনে এতদিন যাত্রীর পদচারণা ছিল না। স্টেশনগুলোতে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, চলছে ট্রেন ধোয়া-মোছার কাজও।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে গত ১৮ জুলাই থেকে সারাদেশে যাত্রী ও মালবাহী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৪ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট মালবাহী ও স্বল্প দূরত্বের ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের শুরুতেই তা বন্ধ করে দেয়া হয়।

এম জি