সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৩ ১২:১৯:৩৩


সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ৪৮টি জেলার ২৭৮টি জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হুমকি এবং হামলা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হচ্ছে— সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে; মন্দির ও বসত বাড়ি সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে; দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ও তদন্ত রির্পোট জনসম্মুখে প্রকাশ করতে হবে; ২০০০ সাল থেকে ২০২৪ সালের আজকে পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের রির্পোট জনসম্মুখে প্রকাশ করা; আসন্ন দুর্গাপূজা ৩ দিনের ছুটি ঘোষণা করা এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস প্রমুখ।

এম জি