বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাশরুর রিয়াজ

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-১৩ ১৬:৩৭:৩৫


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হচ্ছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সূত্র অনুসারে, বিএসইসির পরবর্তী চেয়ারম্যানসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য চার জনের নাম সরকারের বিবেচনায় আছে। বাকীরা হচ্ছেন-আব্দুল মতিন পাটোয়ারি, নজরুল হুদা ও মোহাম্মদ মামুনুর রশীদ। এদের মধ্য থেকে একজনকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট সূত্র অনুসারে, মাশরুর রিয়াজের নিয়োগ পাওয়ার সম্ভানাই বেশি।

এ ব্যাপারে মাশরুর রিয়াজ বলেন, এই ধরনের সংবাদ আমিও পেয়েছি। তবে অর্ডার হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর পুঁজিবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছে। একই অবস্থা বাংলাদেশ ব্যাংকেও। ইতোমধ্যে গভর্নর ও তিনজন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। এ অবস্থায় জরুরী ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিতে চাচ্ছে সরকার।

গভর্নর হিসেবে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর নির্বাহী পরিচালক অর্থনীতবিদ ড. আহসান মনসুরের নিয়োগ পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তবে তাঁর নিয়োগের ক্ষেত্রে আইনগত কিছু সীমাবদ্ধতা আছে। বিদ্যমান আইনে গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমা হতে পারে ৬৭ বছর। এই শর্তটি শিথিল করেই তাকে নিয়োগ দেওয়া হতে পারে।

আজ বিকালে অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এম জি