বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

আপডেট: ২০১৬-০৯-২৭ ১৬:৫১:৪২


hannan-shahবিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহআর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন ছিলেন হান্নান শাহ। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত‌্যু হয়।
তিনি জানান, স্যারের ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান টেলিফোনে এই খবর দিয়েছেন।
গত ৬ সেপ্টেম্বর হান্নান শাহ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ১১ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও (এনজিওপ্লাষ্ট) করা হয়েছিল।