সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে ডাকাতরা
প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১০:৫০:৪৭
বলা যায় ফিল্মি স্ট্যাইল। প্রথমে ককটেল বিস্ফোরণ ও পরে ডাকাতি। লুট শেষে ডাকাতরা খুলে নিয়ে গেছে সিসি ক্যামেরা। ঘটনাটি ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে।
পুলিশ জানায়, সোমবার রাতে কেরানীগঞ্জের জিনজিরা বাজার এলাকায় কালাচান প্লাজা মার্কেটের নিচতলায় গোবিন্দা জুয়েলার্সে এই দুর্ধর্ষ ডাকাতি হয়। লোপাটের পরও ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ককটেলের আঘাতে ফুটপাতের চটপটি বিক্রেতা রাজ্জাক ও পাপোস বিক্রেতা শাহাদাত নামে দুইজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল পাঠায়।
খবর পেয়ে রাতেই ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোবিন্দা জুয়েলার্সের কর্মচারী সুমন জানান, রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জন যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের দোকানে ঢুকে পড়ে। পরে তারা দোকানের মালিক গোবিন্দ বর্মণ ও ম্যানেজার তপন বর্মণকে দোকান থেকে বের করে দেয়।
তাদের কয়েকজনের হাতে পিস্তল ও কয়েকজনের হাতে চাপাতি ছিল। এসময় ডাকাতদের একজন পিস্তল দিয়ে দোকানে থাকা অপর কর্মচারী নারায়ণকে আঘাত করে। এরপর তারা দোকান থেকে সব স্বর্ণালংকার নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে পালিয়ে যায়।
জুয়েলার্সের মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ বলেন, আমার দোকান থেকে প্রায় ৮০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এছাড়া ডাকাতরা নগদ তিন লাখ টাকাও লুট করে নিয়ে গেছে।