যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশি খুন
প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১১:৪৭:২৭
যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশি খুন হওয়ার ঘটনা ঘটেছে। এবার দেশটির লস অ্যাঞ্জেলেস সিটির নর্থ হলিউডে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন আবুল কালাম রহীম (৫৫) নামের এক বাংলাদেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে চারজন বাংলাদেশি খুন হয়েছেন।
রহীম বেলাইয়ার এভিনিউর কাছে শারমেন ওয়ের উপর ‘এ এ্যান্ড ডি লিকার মার্ট’-এ হত্যাকাণ্ডের শিকার হন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্টোরের সিসি ক্যা মেরার ছবি পরীক্ষা করে ঘাতকদের শনাক্ত করা হয়েছে। হামলাকারী একজন নারী এবং একজন পুরুষ। নারীই গুলি করেন রহীমকে। তবে দুজনের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিন মেয়ে ও এক ছেলের জনক রহীমের মৃত্যুিতে লস লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যেে শোকের ছায়া নেমে এসেছে। ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন তিনি। ঢাকার খিলগাঁওয়ের এই মানুষটি ‘এ এ্যান্ড ডি লিকার মার্ট’ নামের এক স্টোরে কাজ করতেন।
সানবিডি/ঢাকা/এসএস