ডিআইজিসহ পুলিশের ৫ কর্মকর্তাকে অবসর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৪ ২১:৩৪:৫১
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ অবসরের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলমের আগামী ১ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হবে। তিনি ওই দিন চাকরি থেকে অবসরে যাবেন। তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোরশেদ আলমের আগামী ১৮ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা হারুনের আগামী ২৪ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হবে। তিনি ওই দিন চাকরি থেকে অবসরে যাবেন। তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
বরিশাল অঞ্চল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরের গত ৯ আগস্ট বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে’র গত ২৭ জুলাই বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
বিএইচ