শাহজালালে অস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান আটক
আপডেট: ২০১৬-০৯-২৮ ১০:২১:২৫
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি ‘পিস্তলসহ’ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঐ দুই যাত্রী বিমানবন্দরে পৌঁছালে তাদের লাগেজ থেকে এসব অস্ত্র উদ্ধার করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
যাত্রীদের নাম আমিনুল ইসলাম ও মনির বেন আলী। প্রথমে তারা শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে দাবি করেছেন সেগুলো খেলনা পিস্তল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, শুল্ক গোয়েন্দা বিভাগ তাদেরকে খবর দিলে পরীক্ষা করে দেখতে পায় সেগুলো আসল পিস্তল। ঐ দুই যাত্রী জার্মানি থেকে দুবাই আসেন। দুবাই থেকে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছান।