১০০ বছরের বৃদ্ধাকে ‘ধর্ষণে’র পর খুন
প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১৮:০২:০৯
পাঞ্জাবের পাতিয়ালায় শতবর্ষী এক বৃদ্ধাকে খুন করা হয়েছে। তার পরিবার বলছে, ধর্ষণের পরই তাকে খুন করা হয়। মঙ্গলবার ভোরে চাষের জমিতে পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধার অর্ধ-বিবস্ত্র দেহ।
বৃদ্ধার বাড়ির লোকজন জানিয়েছেন, রাতে ঘুমোতে যেতে তাদের বেশ দেরি হয়। সোমবারও প্রায় মধ্যরাতে ঘুমোতে গেছিলেন সবাই। পরিবারের প্রবীণতম সদস্য ওই বৃদ্ধা বাড়ির উঠোনে খাটিয়ায় ঘুমাতেন।
মঙ্গলবার ভোরে চাষের জমিতে রক্তের স্রোতে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। মাথায় ভারী আঘাতের চিহ্ন। পরিজনদের অভিযোগ‚ খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে দেখা হবে ধর্ষণের অভিযোগ সত্য কিনা। পুলিশের প্রাথমিক ধারণা, এই কাজ মাদকাসক্তদের।