৪৯৪ উপজেলায় ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৯ ২১:৩১:২২


৪৯৪ উপজেলার সব ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের আরও ৮৮৮ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে ৮৯৮ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে সিটি করপোরেশনে ১২ জন, জেলা পরিষদে ৬১ জন, উপজেলা পরিষদে ৪৯৫ জন ও পৌরসভায় ৩৩০ জন প্রশাসক নিয়োগ পেয়েছেন।

রোববার (১৮ আগস্ট) ও সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।

এএ