বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান রাশেদ মাকসুদকে ডিবিএ’র অভিনন্দন
আপডেট: ২০২৪-০৮-২০ ১৩:৪০:৫৩
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নব নিযুক্ত চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ-কে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (২০ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাঁকে এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, খন্দকার রাশেদ মাকসুদ একজন বরেণ্য অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। স্টান্ডার্ড ব্যাংক, সিটি ব্যাংক এনএ সহ দেশী বিদেশি একাধিক বেসরকারি ব্যংকের শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) পরামর্শক ছিলেন।
আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে।
পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বিএসইসি চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
এম জি