যাত্রী হয়ে বাসে চড়ে অফিস গেলেন ওবায়দুল কাদের
প্রকাশ: ২০১৬-০৯-২৯ ১৭:১৪:৪৪
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবার যাত্রী হয়ে বাসে ভ্রমণ করলেন। তিনি টিকিট কেটে উঠে পড়েন বাসে। বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে ওবায়দুল কাদের রাজধানীর আসাদগেট এলাকা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে করে সচিবালয়ে গিয়ে অফিস করেছেন। পরে বিআরটিসির বাসে যাত্রীদের সঙ্গে বসা একটি ছবিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যানজট পেরিয়ে প্রায় ১ ঘণ্টা পর পৌণে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে পৌঁছান তিনি।
এসময় যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিআরটিসির মতিঝিল ডিপোর পরিচালক (প্রকৌশল) ও ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, যাত্রাপথে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসিয়ে দাঁড়িয়ে যান মন্ত্রী। এসময় তিনি নিজেই যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা বাসের বিভিন্ন সিট ভাঙা এবং ফ্যান ও জানালায় পর্দা না থাকায় মন্ত্রীর কাছে অভিযোগ করেন। মন্ত্রীর সঙ্গে এ সময় গানম্যানরা সিভিল ড্রেসে ছিলেন। এর আগে সকালে তিনি সংসদের কোনো কাজে যান। পরে তিনি কাউকে না জানিয়ে বাসে টিকিট কেটে উঠে পড়েন।
নানা অনিয়মের অভিযোগ পেয়ে দু’মাস আগে মন্ত্রী বিআরটিসির (এসি) বাস পরিদর্শন করেছিলেন। সড়ক পরিবহন মন্ত্রী এর আগে বিভিন্ন বাসের কার্যক্রম পরিদর্শন করলেও এবারই প্রথম টিকিট কেটে যাত্রী বেশে ভ্রমণ করলেন।