ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২০ ১৯:৫২:০৫


আর্থিক অবস্থার অবনতি হওয়া, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা না থাকা এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে একটি আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে ব্যাংক-কোম্পানি এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ সংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ প্রদান করা হলে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ সংশোধিত) এর ৪৭ (১)(খ) ধারার বিধান অনুযায়ী উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএ