ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২১ ০৯:২৯:১২


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত ও চার কর্মকর্তাকে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট ) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও এতে জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এম জি