লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
আপডেট: ২০১৬-১০-০১ ১২:৩১:৫৬
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজাম হোসেন ওরফে নিজাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে রামগতি উপজেলার বিবিরিহাটে এ ঘটনা ঘটে। নিজাম নোয়াখালীর জিয়ারচর এলাকার আব্দুস সালামের ছেলে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ ইকবাল বলেন, ‘নিজামকে শুক্রবার রাতে রামগতি উপজেলার বেড়িবাঁধ থেকে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে তাকে নিয়ে বিবিরিহাটে অস্ত্র উদ্ধারে গেলে নিজামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিজাম নিহত হন।’ তিনি আরো বলেন, নিজামের বিরুদ্ধে রামগতিসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণসহ একধিক মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস