ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড দল
প্রকাশ: ২০১৬-১০-০১ ১৩:০৫:১৯
তিন ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার রাত ৮টার পর ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান না আসায় এ দলটির নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার।
৩৪ সদস্যের রয়েছেন নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং স্টাফ। ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এর পর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
সানবিডি/ঢাকা/এসএস