হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২১ ২১:২৭:১৭
দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার (২১ আগস্ট ) রাত ৮টা ২০ মিনিটে গুলশানে বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে রওয়ানা হয় খালেদা জিয়ার গাড়ি বহর।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। রাত সাড়ে ৮টায় দিকে তিনি বাসায় পৌঁছান। এসময় দলের নেতাকর্মীরা ম্যাডামকে স্বাগত জানান।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি।
বিএইচ