ভারত-পাক সীমান্তে ফের গোলাগুলি
আপডেট: ২০১৬-১০-০১ ১৮:৩২:১৪
সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দুই দিনের মাথায় ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে ওই গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’ এ খবর প্রকাশ করেছে।
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ভারত অনর্থক গুলি ছোড়ার কারণে পাকিস্তানি সেনাবাহিনী তার জবাব দেয়। ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে আজ ভোর রাত ৪ টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাল্টাপাল্টি এই গুলি বিনিময়ের ঘটনা ঘটতে থাকে। এ গোলাগুলিতে হতাহতের ব্যাপারে কিছু জানায়নি আইএসপিআর।
গত বুধবার রাতে রাতে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এতে ৩৮ জন নিহত হয়। এ নিয়ে এখন দুই দেশের রাজনীতিক অঙ্গণে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ভারতের দাবি পাকিস্তান সীমান্তে অবস্থান করা সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালানো হয়।
কিন্তু পাকিস্তান সে দাবি প্রত্যাখ্যান করে বলেছে, বুধবার রাতে সার্জিক্যাল স্ট্রাইক নয়, দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস