নগদের পুরনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না: প্রশাসক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২২ ১৬:২৪:২১
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ-এ প্রশাসক নিয়োগের কারণে পুরোনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার।
বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রশাসক জানান, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
তিনি জানান, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় নিরীক্ষা করা হবে। এছাড়া কারো চাকরী যাবে না বলেও জানান প্রশাসক।
বিএইচ